সিনিয়ির প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ সেবা প্রদানের জন্য অসংক্রামক ব্যাধি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম এ স্বাস্থ্য সেবা কর্ণার উদ্বোধন করেন।
অসংক্রামক ব্যাধি কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম বলেন, এ সেবা কর্ণার থেকে ক্যান্সার, ডায়াবেটিক, হৃদরোগ ও উচ্চ রক্ত চাপসহ অসংক্রামক সব ধরণের ব্যাধির সেবা প্রদান করা হবে। প্রত্যেক রোগীকে তার এনআইডি কার্ডের ফটোকপি ও এক কপি ছবি দিয়ে নিবন্ধন করে রোগীকে স্বাস্থ্য সেবা কার্ড গ্রহণ করে এ সেবা নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ইফতেখার আহমেদ, ডা. মেজবাহ উদ্দিন, ডা. সামসুল ইসলাম খান, প্রশিক্ষক জাতীয় হৃদরোগ ফাউন্ডেশনের ডা. মাহফুজা লুনা, জাতীয় হৃদরোগ ফাউন্ডেশনের ঢাকা বিভাগের ডিভিশনাল প্রোগ্রাম অফিসার মো. আসলাম পারভেজ প্রমুখ।