নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির দোহার শাখার বিলাসপুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ আবুল বাশার ওরফে বাদশা মোল্লাকে সভাপতি ও মোঃ পান্নু মিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
রোববার (৭ মে) রাতে কমিটিতে দোহার উপজেলা বিএনপির সভাপতি এস.এম. নজরুল ইসলাম মেছের ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ এর স্বাক্ষরিত প্যাডে ৭১ জন সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে দোহার উপজেলা বিএনপির সভাপতি এস.এম নজরুল ইসরাম মেছের বলেন, আজকে যারা বিলাসপুর ইউনিয়ন বিএনপির দায়িত্ব পেয়েছে তাদের উপজেলা বিএনপির কমিটির পক্ষ থেকে তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। নব গঠিত এই কমিটি আগামীতে সকল আন্দোলন সংগ্রামে দোহার থানায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আস্থা রাখি।