দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদক :
সৌদি আরবের মাদকবিরোধী অভিযান সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক সাফল্যের রেকর্ড করেছে কারণ কিংডম চোরাচালান অভিযানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (০৬ মে) সৌদি আরব জুড়ে চোরাকারবারীদের লক্ষ্য করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে।
এ সময় সৌদি আরবের জেদ্দা থেকে ছয় পাকিস্তানি বাসিন্দাকে “শাবু” নামে পরিচিত মাদক মেথামফেটামিন পাচারের চেষ্টা করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আইনে জেনারেল অধিদপ্তর দ্বারা আটক করা হয়েছে এবং সেই সাথে নগদ কিছু টাকাও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিদপ্তর মদিনা গভর্নরেটের বদরে ৫০,৫৩০ অ্যামফিটামিন ট্যাবলেট এবং ১.৪ কেজি হাশিস পাচারের চেষ্টার অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং জব্দ করা হয়েছে মোটা অঙ্কের টাকাও।
জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটির মুখপাত্র সামি আল-শ্বেরিখ বলেছেন, রিয়াদের আল-মুজাহিমিয়াহ শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে একজন মিশরীয়, একজন সিরিয়ান, একজন বাংলাদেশি, দু্ইজন ইয়েমেনি এবং দু্ইজন সৌদি আরবের নাগরিক রয়েছে।
এ ছাড়া সৌদির বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
সূত্র : আরব নিউজ