নববাগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মামা মিঠু মোল্লা ও ভাগ্নে সম্রাট হোসাইন কর্তৃক এলাকায় চাঁদাবাজি ও প্রতারণা করার অভিযোগে মানববন্ধন করেছে কৈলাইল ইউনিয়ন এর জনগণ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ এর প্রধান ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন করা হয়।
এ সময় মানববন্ধনে স্থানীয় মৎস্য খামারী আব্দুর রাজ্জাক হিরুসহ কয়েকজন জানান, কৈলাইল ইউনিয়ন যুবদলের সভাপতি মিঠু মোল্লা ও তার ভাগনে সম্রাট হোসাইন এলাকার ব্যবসায়ীদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছেন।
তাছাড়া চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন। ভুক্তভোগী এলাকাবাসী মামা-ভাগ্নের অত্যাচার থেকে বাঁচতে ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
এ সময় মানববন্ধনে প্রায় শতাধিক লোক ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে অংশ গ্রহণ করেন।