নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের দক্ষিণ কিরঞ্চি গ্রামের অদ্যনাথ তালুকদারের বাড়িতে অগ্নিকান্ডে ৮টি গরুসহ ৩টি বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
প্রতক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, যন্ত্রাইল ইউনিয়নের কিরিঞ্চি গ্রামের অদ্যনাথ তালুকদারের বাড়িতে মঙ্গলবার রাত দুইটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যেই তা পাশের অনিতা তালুকদারের বাড়িতে ছাড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুনের খবর পেয়ে এগিয়ে এসে প্রায় তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ততক্ষনে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় তিনটি বসতঘর, একটি গোয়ালঘর ও সেখানে থাকা ৮টি গরু। তবে অগ্নিকান্ডের কারন জানাতে পারেননি ক্ষতিগ্রস্থরা। এ ঘটনায় অন্তত ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ অদ্যনাথ তালুকদার ও অনিতা তালুকদার।