নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজার তিন রাস্তার মোড়ে শনিবার দিবাগত রাতে সাইফ মেডিসিন কর্ণারে সাটারের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাশের তালা ভেঙ্গে ডয়ারসহ ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্র।
সাইফ মেডিসিন কর্ণারের মালিক মোঃ শরীফ জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকানদারী শেষ করে দোকান তালাবন্ধ করে বাড়িতে চলে যাই। পরদিন সকালে দোকান খুলতে এলে দেখি দোকানের সাটারের তালা ভাঙ্গা এবং দোকানের ভেতর প্রবেশ করে দেখতে পাই ক্যাশের তালা ভেঙ্গে ডয়ারসহ ক্যাশে থাকা বিকাশে লেনদেনের নগদ ৫৫ হাজার টাকা নাই। আমার বিকাশে লেনদেন করা নগদ ৫৫ হাজার টাকা ছিল ক্যাশে, যা চোরচক্র আমার ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় দোহার থানা পুলিশ খবর পেলে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।