নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে র্যাব-১১ এর বিশেষ অভিযানে ১৮০০ পিছ ইয়াবা, ১টি মোবাইল ও নগদ টাকাসহ মোঃ নূর হোসাইন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নূর হোসাইন কক্সবাজারের রামু উপজেলার পূর্ব নেছাছড়ির মুড়াপাড়া এলাকার মৃত মকবুল আহমেদ এর ছেলে বলে জানায় র্যাব-১১।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ র্যাব-১১, সিপিসি-১, কোম্পানী কমান্ডার উপ-পরিচালক ও স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রুপালী বাংলা নিউজ ডটকমকে এ তথ্য জানান।
নারায়ণগঞ্জ র্যাব-১১ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নূর হোসাইন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার উপ-পরিচালক ও স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এর নের্তৃতে এক অভিযান পরিচালনা করে ১৮০০ পিছ ইয়াবা, ১টি মোবাইল সেট ও নগদ টাকাসহ নূর হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেফতারকৃত নূর হোসাইনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয় । মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রেস বিজ্ঞপ্তিতে।