নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক:
বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে দেয়ার মাস রমজান। আল্লাহতায়ালার অপার কৃপায় বিশ্ব মুসলিম উম্মাহ সিয়াম সাধনা আর বিশেষ ইবাদতের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানের দিনগুলো অতিবাহিত করছেন। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘রোজা ঢাল স্বরূপ এবং আগুন থেকে রক্ষা পাওয়ার একটি নিরাপদ দুর্গ’ (মুসনাদ আহমদ বিন হাম্বল)।
খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। আমাদের প্রিয় নবী রাসূল (সাঃ) খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। হজরত সালমান ইবনে আমির থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম (সাঃ) বলেছেন, ‘যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে। কেননা, তাতে বরকত (কল্যাণ) রয়েছে। (তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, দারিমি, মেশকাত: ১৮৯৩)
রোজায় ইফতারের প্রধান অনুষঙ্গ হচ্ছে খেজুর। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যা থেকে বাদ পরেনি ইফতারের এই প্রধান অনুসঙ্গ খেজুর। গত বছরের তুলনায় এ বছর খেজুরের দাম কেজি প্রতি বেড়েছে ৪০০/৭০০ টাকা। ফলে এই অবস্থায় অনেকের সাধ থাকলেও ইফাতারে পাতে নিতে পারছেন না খেজুর।
এই যখন অবস্থা বাজারের ঠিক তখনই এশিয়ার বাঙ্গালী কমিউনিটির একমাত্র মুখপত্র ভয়েস এশিয়ান ডট নিউজ ব্যতিক্রমি এক উদ্যোগ নিয়ে হাজির। তারা অসহায় দুঃস্থ রোজাদারদের মাঝে বিতরণ করেছে খেজুর। আজ ৭ এপ্রিল ১৫ রমজান ঢাকার অদূরে নবাবগঞ্জে বাগমারা বাজার এবং নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চলতি পথের অসহায়দের মাঝে খেজুর বিতরণ করেন।
খেজুরের বক্স হাতে পেয়ে এদের সকলেই বেশ খুশি। তারা বলেন, যারা এই রোজায় আমাদের হাতে তুলে দিলেন ইফতারের প্রধান খেজুর আল্লাহপাক তাদের ভাল করেন। আমাদের মাঝে যেমন খুশির বন্যা বইয়ে দিলেন আল্লাহ্ও যেন তাদের মাঝে খুশি বিতরণ করেন।
উল্লেখ্য ভয়েস এশিয়ান আয়োজিত খেজুর বিতরণ কর্মসূচীর সহযোগিতায় ছিলেন সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ভয়েস এশিয়ানের উপদেষ্টা মোস্তাফিজ বিল্লাহ সিরাজী (সিইও- ম্যাকসোল এসজি) এবং সিঙ্গাপুরে অবস্থানরত সফল ব্যাংকার অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাঃ লিঃ এর পরিচালক ও সিইও আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম।