নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহারে পদ্মানদীতে জাটকা ইলিশ সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে ৪০ মণ জাটকা ইলিশ ও ১ লাখ ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৭ জন জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ-পুলিশ। বুধবার (৫ এপ্রিল) সকালে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন, দোহার উপজেলার মধুরচর এলাকার মৃত আরফান বেপারীর ছেলে ফালান বেপারী (৫৫), মৃত ইলিয়াস মোল্লার ছেলে বিল্লাল (৪০), মৃত শেখ অলিমুদ্দিনের ছেলে কাদির (৬০), সিরাজ বেপারীর ছেলে শাকিল (২০), হামিদ হাওলাদারের ছেলে ইলিয়াস(৩০), শেখ মালেকের ছেলে রিপন শেখ (৩৫), ফয়জুল বেপারীর ছেলে মিজানুর রহমান (৩২)। আটককৃতরা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন, ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত জাটকা ধরা নিষেধ। এ বিষয়ে আমরা জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেছি। তবুও কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরছে। জাটকা ইলিশ সংরক্ষণ আইনে আমরা সব সময় পদ্মা নদীতে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। আজকের অভিযানে আমরা ৪০ মণ জাটকা ইলিশ ও ১ লাখ ৩০ হাজার মিটার জালসহ ৭ জন জেলেকে আটক করেছি।
তিনি আরও বলেন, অভিযানের পঞ্চম দিনে এ পর্যন্ত প্রায় চার লাখ মিটার জাল ও ১৮০০ কেজি জাটকাসহ মোট ২০ জন জেলেকে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও নিয়মিত মামলা রজু করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে এএসআই রুবেল ও মোকলেছুর রহমানসহ সঙ্গীয় ফোর্সদের সার্বিক সহযোগিতায় পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়।