27 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নবাবগঞ্জে প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রশাসনের অভিযানে অবৈধ ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর মৌজার ১নং খাস খতিয়ানের হালট শ্রেণির জমিতে অবৈধ ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, উপজেলার বলমন্তচর এলাকার বাসিন্দা হাসান আলী ও মো. রিপন খাস জমিতে দোকান নির্মাণ করেছিলেন। নির্মাণ কাজ বন্ধ করার জন্য বারবার বলা হলেও অবৈধ দখলদারগণ কর্ণপাত করেনি। পরে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের ফলে বলমন্তচর তিন রাস্তার মোড়ে পথচারী ও যানবাহন চলাচলে সুবিধা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্যারের দিক নির্দেশনায় নবাবগঞ্জ উপজেলায় অবৈধভাবে দখলকৃত সরকারি খাস জমি উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলার গালিমপুর এলাকায় ৩২ শতাংশ, বান্দুরা বাজারে ৫০ শতাংশ, জালালপুর এলাকায় ২০ শতাংশ ১নং খাস খতিয়ানের জমি থেকে অবৈধ দখলদারগণকে উচ্ছেদ করা হয়েছে।

এ ছাড়াও প্রায় ৩২ বছর ধরে অবৈধভাবে ভোগ-দখলে থাকা ৪০ একর অর্পিত সম্পত্তি উদ্ধার করে সরকারি আইন অনুযায়ী লীজ প্রদানের মাধ্যমে প্রায় ২৭ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলায় ১নং খাস খতিয়ানের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!