নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার ও নবাবগঞ্জ চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। শনিবার (১ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি-পঁচা খাবার প্রস্তুতের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে কাচ্চি ডাইন, হাজি বিরিয়ানী ঘরসহ ৫টি খাবারের দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্র জানা যায়, নষ্ট চাটনী ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে নবাবগঞ্জ চৌরাস্তা সংলগ্ন কাচ্চি ডাইন, হাজি বিরিয়ানী ঘর, সিয়াম হোটেল ও সেভ এন্ড সেইফ হোটেল প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া বাগমারা বাজারের হাজী বিরিয়ানি হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং বাসি খাবার বিক্রির অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নবাবগঞ্জ উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।