সিনিয়র প্রতিবেদক :
“করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহারে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ (১ হতে ০৭ এপ্রিল) উদযাপন উপলক্ষে উপজেলার মৈনট ঘাটে আলোচনা সভা, নৌ-র্যালি ও বিকল্প কর্মসংস্থান হিসেবে বকনা বাছুর বিতরণ এবং জাটকা সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলার মৈনট ঘাটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, ঢাকা বিভাগর উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বি এম মোস্তফা কামাল, দোহার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ, দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল আলমসহ আরও অনেকে।
এ সময় ইলিশ সম্পদ উনয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১০ জন নিবন্ধিত জেলের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে ১০টি বকনা বাছুর বিতরণ করা হয়। পরে এক বর্ণাঢ্য নৌ-র্যালি ও জাটকা সংরক্ষণে পদ্মা নদীতে দোহার থানা পুলিশ ও নৌ-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে প্রায় ২৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও বেড় জাল জব্দ করে ধ্বংস করা হয়।