সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের আগে ৩১ বার তুপোধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পার্ঘ্য অপর্ণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দোহার উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা সদরে শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন। পরে সরকারি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মোস্তাফিজুর রহমান, দোহার থানার ওসি মোস্তফা কামাল, দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দিন, উপজেলা নির্বাচন কমিশনার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দিন উপজেলা আওয়াী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী রাইপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, বিলাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেদ চোকদার মাহমুদপুর ইউপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়ূব আলীসহ আরও অনেকে।