27 C
Dhaka
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

নবাবগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উদযাপন অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
“হ্যা! আমরা যক্ষা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব যক্ষা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাক এনজিও এ আয়োজন করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স ফটক থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে এসে সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্ব করেন। তিনি জানান, উপজেলায় গত এক বছরে সাড়ে ৩শ রোগী চিকিৎসা নিয়েছেন। সাত দিনের বেশি কাশি হলে অবহেলা না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে এসে যক্ষা পরীক্ষা করান।

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওলজি বিভাগের ডা. ফয়সাল হাসান, মেডিসিন বিভাগের ডা. ইফতেখার আহমেদ, আরএমও ডা. সামছুল ইসলাম খান, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ব্রাক এনজিও’র প্রোগ্রাম অফিসার মিল্টন মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার শিউলি আক্তার, ফিল্ড অর্গানাইজার সঞ্জয় কুমার আচার্য্যসহ আরও অনেকে।

অপরদিকে, একই সভা কক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ-২০২৩ উপলক্ষে নারীদের জরায়ুমুখ ও বেস্ট ক্যান্সার পরীক্ষা করা হচ্ছে।

এ সেবায় ১৭-২৩ মার্চ দুপুর পর্যন্ত উপজেলা ২৪৫ জন নারী এ পরীক্ষা করিয়েছেন বলে জানানো হয়।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!