রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলায় মাহে রমজান উপলক্ষে ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে “আমরা দোহারের টিকটক কিং গ্রুপ” এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) দিন ব্যাপী শিলাকোঠা এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
“আমরা দোহারের টিকটক কিং গ্রুপ” সংগঠন এর পক্ষ থেকে জানান, আমরা প্রথমবারের মত এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজ ১০০ জন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে সারা রমজান জুড়েই আমরা পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
“আমরা দোহারের টিকটক কিং গ্রুপ” সংগঠন এর ইফতার সামগ্রী বিতরণ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সংগঠনের সভাপতি আউয়াল মোল্লা, চেয়ারম্যান সাগর খাঁন, সিনিয়র সহ-সভাপতি রহিম মোল্লা, সহ-সভাপতি মজিবুর রহমান বিশ্বাস, সহ-সভাপতি আক্তার হোসেন বিপ্লব, প্রধান উপদেষ্টা জসিম হোসেন, সাধারণ সম্পাদক মাসুম ফকির, সাংগঠনিক সম্পাদক সুজন মোল্লা, যুগ্ন সম্পাদক রিয়াজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ।
এছাড়াও রয়েছেন ভয়েস এডমিন হিটলার শামিম হোসেন, মোঃ রুবেল হোসেন, সজীব মোল্লা, মোঃ আরিফ, মোঃ আকাশ, মিঠুন ফকির, আনোয়ার বেপারী, মোঃ হান্নান হোসেন, মোঃ শামীম, তোফাজ্জল বিশ্বাস, সমরাজ মোল্লা, সজীব হোসেন, আরাফাতসহ আরও অনেকে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও সহযোগিতা করেছেন শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ এর তালিকা ভূক্ত দল সুলতান অফ শিলাকোঠা।