সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ও জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হওয়ায় বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে নব- নির্বাচিত কমিটির সদস্য ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের কর্মীরা। বুধবার (২২ মার্চ) দুপুরে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাজারো নেতা কর্মীদের উপস্থিতিতে একটি মিছিল বের হয়ে জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় হতে পুনরায় উপজেলা পরিষদে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, দোহার পৌরসভা মেয়র মো.আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সাবেক ছাত্রলীগ নেতা সুরুজ আলম সুরুজ, বিলাসপুর ইউপি চেয়ারম্যান রাসেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক উদয় হুসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসেন বাধন, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক সাঈফ হোসেনসহ অন্যান্য নেতা কর্মীরা।