31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দোহারে ১৯ গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় মুজিব শত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “ক” তালিকা ভূক্ত প্রকল্পে ২৮১ পরিবারের মধ্যে সর্বশেষ ১৯ গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন । বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা সভা কক্ষে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।

এ সময় জানা যায়, যাদের জমি ও ঘর নেই, এই রকম ২৮১ জন গৃহহীন পরিবারের তালিকা বিগত দিনে উপজেলা প্রশাসনের মাধ্যমে করা হয়। ইতোমধ্যে এ তালিকায় অর্ন্তরভূক্ত ২৬২ জন গৃহহীন পরিবারকে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বাকি ছিল ১৯টি পরিবার। যা আজ বুধবার দুপুরে সারা দেশের ন্যায় দোহারেও বাকি থাকা এই ১৯টি পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়। আর এ হস্তান্তরের মাধ্যমে দোহার থানাকে গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারে মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে র্ভাচূয়ালী সংযুক্ত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদার, আওয়ামী লীগ নেতা বাীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দিন, উপজেলা নির্বাচন কমিশনার মোঃ রেজাউল ইসলাম, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আয়ূব আলী, বিলাসপুর ইউপি চেয়ারম্যান রাসেদ চোকদার, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, মুক্তিযোদ্ধা জনতার সম্প্রিতি বাংলাদেশ এর উপজেলা সভাপতি ইব্রাহিম খলিল সবুজ ও গৃহহীন পরিবারের সদস্যরাসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!