সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপত্বি করেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দিন, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, ঢাকা জেলার ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল বারেক, ইকরাশী নবীন সংঘের ও রাইপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও ক্রীড়ানুরাগী মোঃ রফিকুল ইসলাম, দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ রমজান আলী মল্লিক মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার মন্ডল, শিলাকোঠা কোঠাবাড়ি কলেজের অধ্যক্ষ রবিন্দ্রনাথ মন্ডল।
এছাড়াও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খুরশেদ আলম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাইপাড়া ইউপি সদস্য মোঃ শাহাজাদা, মোঃ জসীম উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল দানেজ, সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান, নূর-এ আলম ঝিলু, স্বপন কুমার সাহা, আহম্মদুল্লাহ হেলালী, আব্দুস সালাম শাকিলসহ অন্যান্য সকল শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষাথীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।