31 C
Dhaka
সোমবার, মে ৫, ২০২৫

নবাবগঞ্জের ইছামতি নদীতে বারুণী স্নান অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জের আগলা এলাকায় তীর্থ স্নান ঘাটের ইছামতি নদীতে সনাতন ধর্মীয় আচার বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মার্চ) ভোর ০৫.৩৮ মিনিট থেকে ‘মধুকৃষ্ণ ত্রয়োদ্বশী তিথি নক্ষত্র যোগে’ আগলা তীর্থ স্নান ঘাটে দূরদুরান্ত থেকে পূণার্থীদের আগমন ঘটে। সনাতন ধর্ম মতে, পাপ মোচনের আশায় মন্ত্রপাঠ করে নদীতে স্নান করতে সমবেত হন ভক্ত পূন্যার্থীরা। এ সময় স্নান উপলক্ষে ঐ এলাকায় গ্রাম্য মেলা বসে।

স্নান কমিটির সদস্যরা জানান, মেলার আগত পূণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করেন তারা। আগলা গ্রামের বাসিন্দা ইতালী প্রবাসী বিষ্ণুপদ সাহা ও দোহারের মেঘুলা গ্রামের বাসিন্দা ইতালী প্রবাসী প্রদীপ সাহা ও প্রিয়াঙ্কা সাহা আগত পূণ্যার্থীদের জন্য প্রসাদের আয়োজন করেন।

আয়োজক কমিটির রতন সাহা, নারায়ন সাহা, নিরঞ্জন সাহা, বিমল বালা, মাখন বালা, ডা. রতন, মদন সরকার, আব্দুল মান্নান, সুভাষ চন্দ্র শীল, এসএম রতন জানান, ৪শ’ বছর আগে থেকে এ স্থানে বারুণী স্নান অনুষ্ঠান করা হচ্ছে।

এছাড়াও বিচ্ছিন্নভাবে নবাবগঞ্জের ইছামতি নদীর নতুন বান্দুরা ঘাট, কলাকোপা পোদ্দার বাজার ঘাট, বাগমারা বাজার ঘাট, বর্ধনপাড়া ঘাটে পূণার্থীরা স্নান করেন বলে জানা গেছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!