নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১-এর ২৭তম কনভেনশনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. লুৎফর রহমান এমজেএফ লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ মার্চ) রাতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সন্মানিত ডেলিগেটবৃন্দদের শতভাগ সমর্থনে ২০২৩-২০২৪ বষের্র ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন পিএমজেএফ, বাংলাদেশের সর্ব প্রথম আন্তর্জাতিক পরিচালক লায়ন মোসলেম আলী খান এমজেএফ।
এ সময় সন্মানিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জিএটি এরিয়া লিডার লায়ন নাজমুল হক পিএমজেএফ, ভাইস এরিয়া লিডার ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ, কাউন্সিল চেয়ারম্যান এস কে কামরুল এমজেএফ, চেয়ারম্যান বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন একেএম রেজাউল হক এমজেএফ, চেয়ারম্যান পিডিজি ফোরাম এম এ হাসান পিএমজেএফ, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শরীফ আলী খান সহ পাচ শতাধিক লায়ন নেতৃবৃন্দ।
এছাড়াও নির্বাচনে লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা ও লায়ন ড. সারোয়ার জাহান জামিল যথাক্রমে ১ম ও ২য় ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর হিসেবে নির্বাচিত হন। নব-নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. লুৎফর রহমান এমজেএফ ‘গ্রেটার ফেলোশিপ, বেটার সার্ভিস’ কলের মাধ্যমে তার যাত্রার শুরুতেই জেলার সকল সন্মানিত লায়ন সদস্যগণ ও লায়ন নেতৃবৃন্দের আন্তরিক সমর্থন ও সক্রিয় সহযোগিতা কামনা করেন। পরে মনোজ্ঞ বানকুয়েট সেশন ও নৈশভোজ মাধ্যমে কনভেনশন অনুষ্ঠান শেষ হয়।