26 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দোহারের বিলাশপুরে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের চান মোল্লা বটতলা সংলগ্ন মহিন হাওলাদারের ছেলে শাহাজালাল (১১) নামে এক শিশু ট্রাক চাপায় ঘটনা স্থলে মারা যান। শাহজালাল বিলাশপুর গ্রামের বাসিন্দা ও তিনি একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাঙচুর করলে পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

শনিবার বিকাল আনুমানিক ৫:৪৫ দিকে শাহজালাল বাসা থেকে খেলার উদ্দেশ্য বের হলে চান মোল্লা বটতলা গিয়ে পৌছালে অপর দিক থেকে আসা ঢাকা মেট্রো-ড ১৪-৭৫৮৫ ট্রাকটি শাহজালালের মাথার উপরদিয়ে উঠিয়ে দিলে তাৎক্ষণিক তার মাথার মগজ বের হয়ে ঘটনা স্থানেই মারা যায়।

মৃত শাহজালালের দাদা মো: দেলোয়ার জানান, আমার নাতী বিকেলে বাসা থেকে খেলার উদ্দেশ্য বের হয়। পরে স্থানীয় বাসিন্দারা আমাদের জানান যে, আমার নাতি চান মিয়া বটতলায় ট্রাকে চাপা দিয়ে মেরে ফেলেছে। তখন আমরা দ্রæত সেখানে গেলে দেখি ঘটনা সত্য। পরে আমরা লাশ বাসায় নিয়ে আসি। মামলা বিষয় তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা মাটি দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি মামলায় যাবো না।

এ বিষয় বিলাশপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের মেম্বার মো: সারোয়ার মোল্লা জানান, আমি দীর্ঘ দিন বলেছি এই রাস্তাটি ছোট এখান দিয়ে ট্রাক চলাচল অনুপযোগী। এ নিয়ে আমি কয়েক বার আন্দোলনও করেছি। তাছাড়া এই রাস্তাটি দিয়ে আমাদের এখানের মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা চলাচল করে। সে জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যেন এখান দিয়ে ট্রাক চলাচল বন্ধ করার জন্য।

এ বিষয় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। তার নাম জানতে চাইলে তিনি বলেন তার নাম এখন বলতে পারতেসি না। তবে মামলা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!