নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক:
নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা মৌজাস্থিত নবাবগঞ্জ-দোহার সড়কের পাশে ১নং খাস খতিয়ানের জমির দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও উপজেলার কলাকোপা ইউনিয়নের জালালপুর গ্রামে সরকারি হালট বন্ধ করে বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে এবং বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে।
শনিবার (১১ মার্চ) দুপুরে এ সব স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আ. হালিম।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শনিবার উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা মৌজাস্থিত নবাবগঞ্জ-দোহার সড়কের পাশে ১নং খাস খতিয়ানের জমি সুদীর্ঘ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন ঐ এলাকার জোসেফ ও আলবার্ট নামক দুই ব্যক্তি। তাদের দাবী ছিল জমিটি তাদের ব্যক্তি মালিকানা।
অবধৈ দখলদাররা সেখানে পাকা ওয়াল নির্মাণ করে ঘিরে রেখে ছিলেন এবং বাথরুম, ফিজিওথেরাপির কক্ষ নির্মাণসহ বৃক্ষ রোপন করে অবৈধভাবে ভোগ দখলে ছিলেন। এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদ্বয়কে উচ্ছেদ করেছেন। পরে উদ্ধারকৃত জমি সরকারের দখলে নেওয়া হয়।
অপরদিকে, নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের জালালপুর গ্রামে সরকারি হালট বন্ধ করে বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে এবং বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে। এতে এই সরকারি রাস্তার বিপরীত পাশে অবস্থিত একটি মডেল উচ্চ বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলের রাস্তা উন্মোক্ত হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান এর দিক নির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ উপজেলায় বেদখলে থাকা সরকারি সম্পত্তি ও জমি উদ্ধারের জন্য উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।