সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.মাহবুবুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হওয়ার পর তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশলী করে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সেজন্য কাজ করে যেতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখা করে দেশ উন্নয়নের কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য গিয়াস উদ্দিন আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোবাশ্বের আলম, দোহার সার্কেল এএসপি মো.আশ্রাফুল আলম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো.আওলাদ হোসেন, সমাজসেবক আব্দুস সালাম শিকদার, মিলন শিকদার, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শরীফ উদ্দিনসহ আরও অনেকে।
পরে অনুষ্ঠান শেষে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।