নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
নারী দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে ৩০জন নারীকে বিনামূল্যে হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভা কক্ষে দিনব্যাপি এ প্রশিক্ষণ দেয়া হয়।
ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও নবাবগঞ্জ ললিতকলা একাডেমী এর আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনেরই ছাত্রী আরিন খান, সুমি আক্তার, সুমাইয়া আক্তার তন্নী, সানজিদা আলম শিবলী।
এ সময় ইয়ারা’র প্রতিষ্ঠাতা পরিচালক সায়মা রহমান তুলির এর সার্বিক তত্ত¡াবধানে এ প্রশিক্ষণ পরিচালিত হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে নবাবগঞ্জ ললিত কলা একাডেমির সভাপতি শফিউর রহমান তোতা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান, এম. মুহীয়্যুদদীন ভ‚ঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক ফুয়াদ, কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেনুকা রানী মন্ডলসহ আরও অনেকে।
এ সময় অনুষ্ঠান শেষে নবাবগঞ্জ ললিত কলা একাডেমির প্রাক্তন শিক্ষার্থী শ্রীবাস মন্ডলের বাঁশির সুরের মুর্ছনা উপস্থিত সবাইকে বিমোহিত করে।