30 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নবাবগঞ্জের মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ, অবসরপ্রাপ্ত শিক্ষক বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতিকে উন্নত করতে যা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষায় সফল হলে মেধাবীদের পুরস্কৃত করছেন। তাই আসুন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামীর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত এর উদ্বোধনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সাফিল উদ্দিন মিয়া, এম এ বারী বাবুল, মো. হুমায়ুন কবির, গোলাম মোস্তফা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. জাহিদ হায়দার উজ্জ্বল, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজন কুমার সরকার ও রঞ্জিত কুমার মন্ডল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন খান, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বার্নার্ড তপন গমেজ, সাধারণ সম্পাদক শামীমূল আহাদ রনকসহ আরও অনেকে।

এ সময় অনুষ্ঠানে এবছর বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিত্যরঞ্জন চক্রবর্ত্তীকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

পরে অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!