নিজস্ব প্রতিবেদক :
‘কিডনি রোগ জীবননাশা প্রতিরোধেই বাঁচার আশা’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব কিডনি দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ক্যাম্পস কিডনি ও ডায়ালাইসিস সেন্টার নবাবগঞ্জ শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে প্রতিষ্ঠানটির প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ক্যাম্পস কিডনি ও ডায়ালাইসিস সেন্টার নবাবগঞ্জ শাখার ম্যানেজার মো. জান্নাত শেখ, দোহার-নবাবগঞ্জ উপজেলা শতায়ু অঙ্গন সংগঠনের সাধারণ সম্পাদক ও শিক্ষক আল মেরাজ, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, শতায়ুঅঙ্গনের কবির হোসেন, মাফুজ আলী দেওয়ান সুব্রত সাহা, মো. সিরাজুল ইসলাম, মো. শহিদুল ইসলাম. মঞ্জুর হোসেন, আবু সাঈদ দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।