সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, ৩০ পিস ইয়াবা ও ২০০ পুরিয়া হেরোইনসহ সাইম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। সে উপজেলার নারিশা এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা ওসি মো. মোস্তফা কামালের নির্দেশে নারিশা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই গিয়াস উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স। পরে ঐ এলাকার একটি কবরস্থানের পাশে থেকে সাইমকে গ্রেপ্তার করে তার নিজ বাড়িতে তল্লাসী চালায় পুলিশ। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, ৩০ পিস ইয়াবা ও ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে সাইম নামে এক যুবককে বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করি। পরে তার বিরোদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।