নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) উপজেলার আগলা এলাকায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মো. সুবিদ আলী টিপু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীনতা পেয়েছিলাম। আর বঙ্গবন্ধু কণ্যার নেতৃত্বে আমরা উন্নত রাষ্ট্র পেয়েছি। তাই উন্নয়ন অব্যাহত চাইলে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সালামসহ আরও অনেকে।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দারু, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহজাহান, সাবেক ছাত্রনেতা রিপন বিশ্বাস, বিল্লাল ফকির, আলীম বিশ্বাস, সাজ্জাদ হোসেন সাজু, বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিশ্বজিৎ সাহা, ডিএম মামুন, খালেদ আল মামুন, সমাজকর্মী তৌহিদুর রহমান লিখন, কৃষক লীগের নেতা শেখ ফরিদসহ আরও অনেকে।
এ সময় অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।