26 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দোহারের মাহমুদপুর আবাসন প্রকল্পে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আশ্রায়ন প্রকল্পে পতুল (১৫) নামের এক গৃহবধূর নিজ ঘরে গলায় ফাঁশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় আশ্রায়ন প্রকল্পের মধ্যে ব্যারাকের নিজ ঘরে গৃহবধূ পুতুলের গলায় ফাঁশি দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে মাহমুদপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আশ্রায়ন প্রকল্পের অন্যান্য বাসিন্দারা জানান, পাঁচ মাস আগেই পুতুলকে বিয়ে করে মোহাম্মদ হোসেনের মেঝো ছেলে রনি। তাদের সংসারে কোন ঝগড়া বিবাদ আমরা কখনো দেখিনি। পুতুলের মা লিপি বেগম পুতুলের বাবাকে রেখে প্রায় ১০দিন আগে অন্য এক পুরুষের সাথে পালিয়ে যায়। তারপর থেকেই পুতুল প্রায় সময়ই মন মরা হয়ে থাকতো বলে জানা যায়। নিহত পুতুলের বাবা আশ্রায়ন প্রকল্পেরই একজন বাসিন্দা।

পুতুলের শশুর মোহাম্মদ হোসেন জানান, পুতুল খুব ভালো মেয়ে ছিলো। হঠাৎ কেনো এমন করলো তা জানিনা। মাত্র চার-পাঁচ মাস হলো ওদের বিয়ে হয়েছে। আমরা অনেক আদরে রাখতাম ওকে।

পুতুলের বাবা মোঃ কালাম মেয়ের নিহতের বিষয়ে কোন ধরনের অভিযোগ করেননি। তবে তিনিও জানান, তার স্ত্রী অন্যে পুরুষের সাথে পালিয়ে গিয়েছে।

পুতুলের স্বামী রনি জানান, আমি পুতুলকে পছন্দ করে বিয়ে করেছি। আমাদের মধ্যে কোন খারাপ সম্পর্ক ছিলো না। ওর মা চলে যাওয়ার পর থেকেই ও মাঝে মাঝে খুব কান্না করতো। আজ হঠাৎ এই ঘটনা করে বসে।

এ বষয়ে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ খোরশেদ আলম জানান, ঘটনা জানার পরই আমরা লাশটি উদ্বার করি। প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!