সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার লটাখোলা ব্রীজের পাশে থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি ও খালের পার্শ্ববর্তী স্থান থেকে মাটি উত্তোলনের অপরাধে দুইজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার লটাখোলা ব্রীজের পাশে থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি ও খালের পার্শ্ববর্তী স্থান থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল চক্রের আরিফ শিকদার নামে এক ব্যক্তিকে এবং মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিক মাজহারুল নামের অপর একজনসহ দুইজনকে আটক করা হয়। পরে মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের অপরাধে বালুমহল চক্রের আরিফ শিকদারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমান করে তাৎক্ষণিক ভাবে আদায় করা হয় এবং মাটি উত্তোলন কাজে নিয়াজিত শ্রমিক মাজহারুলকে মুচলেকা দিয়ে দুইজনকেই ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান বলেন, আমাদের এমন অভিযান অব্যহত থাকবে। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহায়তা করেন দোহার থানা পুলিশ।