নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক নির্মাণ শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, উপজেলার শোল্লা ইউনিয়নের পূর্ব দুধঘাটা মসজিদ সংলগ্ন শ্রমিকদের থাকার ঘর থেকে বৃহস্পতিবার লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত লুৎফর আলী (৪০) রাজশাহী জেলার তানোর উপজেলার মালবান্ধা শল্লাপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। সে নবাবগঞ্জের পূর্ব দুধঘাটা জামে মসজিদের নির্মানাধীন নতুন ভবনে শ্রমিকের কাজ করতেন।
নবাবগঞ্জ থানার এসআই শ্যামল কুমার ঘোষ জানান, বৃহস্পতিবার ওই কক্ষে লুৎফরের রক্তাক্ত লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে দুপুরে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ওসি সিরাজুল জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মতিন (৩২) নামে অপর এক নির্মান শ্রমিককে আটক করা হয়েছে। সে নিহত লুৎফরের সঙ্গে একই কক্ষে থাকতেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যাকান্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা ।