সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার ইকরাশী এলাকায় গ্রীণ লিভস ইনষ্টিটিউশন গ্রুপ এর আয়োজনে দুইদিন ব্যাপী বার্ষিক শিক্ষা মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২য় দিনে সকাল থেকে শুরু করে বার্ষিক ক্রীড়া, বিজ্ঞান মেলা, পিঠা উৎসব, বিতর্ক প্রতিযোগিতা, ইসলামিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। এ সময় অতিথিরা অনুষ্ঠানের বিজ্ঞান মেলা, পিঠা উৎসবসহ সকল স্টল গুলো ঘুরে ঘুরে উপভোগ করেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন এর উদ্ভোধনে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, বিশেষ অতিথি কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ স্বপন খান, রাইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন, আসাফো নেতা শামীম শিপলু, গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মোহাম্মদ আরাফাত হোসেন ও গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউট এর প্রশাসনিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউট এর সিনিয়র শিক্ষক রবিন হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সজল মাহমুদ, সমাজ সেবক শহিদুল ইসলাম, শিক্ষক জাকারিয়া হোসেন চঞ্চলসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও ছাত্রছাত্রীসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দরা।