সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (০১ মার্চ) পালামগঞ্জ বাজার ঈদগাহ মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত এ কার্ড বিতরণ করা হয়। এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড ১ মার্চ-২০২৩ থেকে ৬ মার্চ-২০২৩ তারিখ পর্যন্ত বিতরণ করা হবে।
এ সময় নতুন এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড নিতে সকাল থেকে রাইপাড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের নারী ও পুরুষদের ব্যাপক উৎসাহ-উদ্দিপনায় এই কার্ড নিতে দেখা যায়।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, সাবেক ছাত্র নেতা সুরুজ আলম সুরুজ, রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সদস্য মোঃ রমজান আলী মল্লিক, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন মজনু, সহ-সভাপতি নূর আলম, কমরেড নেতা আব্দুল বারেক ও ইউনিয়নের সকল মেম্বারগণসহ আরও অনেকে।
উল্লেখ্য, আগামী ২ মার্চ ইকরাশী দক্ষিণ, ৩ মার্চ লক্ষীপ্রসাদ, হাতুরপাড়া, পারামগঞ্জ, করিমগঞ্জ, রঘুদেবপুর ও জামালচর, ৪ মার্চ নাগেরকান্দা ও লটাখোলা বিলেরপাড়, ৫ মার্চ রাইপাড়া দক্ষিণ, রাইপাড়া উত্তর এর পূর্ব পাশ্বের ছনটেক মহল্লা ও কাঠালীঘাটা, ৬ মার্চ রাইপাড়া উত্তর এর জাতীয় পরিচয়পত্র কার্ডধারী সকল নারী ও পুরুষদের মাঝে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণ করা হবে।