নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে আটক মাদক ব্যবসায়ীদের আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (১ মার্চ) নবাবগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাফিন আলম, মিলন রাজবংশী, গোপাল, আলম, বিরেন, রতন, দীপংকর, নাসির উদ্দীন নামে ৮ মাদক ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মাদকদ্রব্য সেবন ও ব্যবহারের অপরাধে বিরেন রাজবংশীকে ৩ মাসের কারাদন্ড। সাফিন আলম, মিলন রাজবংশী, গোপাল ও আলম নামে ৪ জনকে ১৫ দিন করে কারাদন্ড। রতন ও নাসির উদ্দীনকে ২ মাস করে কারাদন্ড এবং দীপংকরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।
এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনায় সহায়তা করেন নবাবগঞ্জ থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম জানান, নবাবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।