32 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

এ সরকার মানুষকে মামলা-হামলা দিয়ে আন্দোলন ঠেকিয়ে রাখতে চায় : মির্জা ফখরুল ইসলাম

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
এ সরকার মানুষকে মামলা-হামলা দিয়ে আন্দোলন ঠেকিয়ে রাখতে চায়। যা এই সরকারের পক্ষে কোন দিনও সম্ভব নয়। তাই যে কোন মূল্যে এই সরকারকে হঠাতে হবে। এই অবৈধ জালিম সরকারকে হঠাতে নতুন প্রজন্ম ও তরুণদেরকে এগিয়ে আসতে হবে। কোন অন্যায়কে আর প্রশ্রয় দেয়া হবে না। রবিবার বিকেল ঢাকা জেলা বিএনপি কর্তৃক পদযাত্রা কর্মসূচী আয়োজিত ঢাকার নবাবগঞ্জে সদর কেন্দ্রীয় শহীদ মিনারে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তরুণদের প্রতি আহ্বান করেন ।

মির্জা ফখরুল বলেন, দেশের সমস্ত ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সব লুটপাট করে শেষ করে দিচ্ছে এই অবৈধ সরকার। আওয়ামী লীগের অনেকের যার সেন্ডেল পড়ার ক্ষমতা ছিলো না তারা দেশের মানুষের রক্ত চুষে নিয়ে এখন বড় বড় অট্রালিকা বানিয়েছে।

মহাসচিব বলেন, আমরা বাংলাদের মানুষ অত্যন্ত সংকটময় মুহুর্ত কাটাচ্ছি। এ সংকট বিএনপির, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সংকট নয় এ সংকট দেশের মানুষের সংকট। চালের দাম কমছে না বাড়ছে। চাল ডাল তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম অনেক উর্ধ্বগতি মানুষ ঠিকমত খেতে পায়না। এখন কোন কথা বলা যায় না। কথা বললেই জেলে যেতে হয়। বিএনপির এমন কোন নেতা নাই যে তার নামে মামলা নাই।

ফখরুল বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। কেউ কোন কথা বলতে পারছে না। দেশে কোন স্বাস্থ্যসেবা নাই। দেশের মানুষের কোন উপকার হচ্ছে না। তারা দেশে আবার নতুন নির্বাচনের পাঁয়তারা করছে। বলছে দেশে আর তত্ত¡াবধায়ক সরকার হবে না এই বলে বেআইনী ভাবে আবার ক্ষমতায় আসতে চায়। এ দেশের জনগণ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।

পরে শহীদ মিনার থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে বক্সনগরের দিকে পদযাত্রা শুরু করেন মির্জ ফখরুল ইসলাম।

পদযাত্রায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায়। পদযাত্রায় অংশগ্রহণ করেন ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!