নিজস্ব প্রতিবেদক :
পদ্মা নদীতে ধরা পড়ল বিশালাকৃতির এক বাঘাইড় মাছ। মাছটির ওজন প্রায় ৪০ কেজি বলে জানা গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) ভোরে মাছটি ধরা পড়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া নদীর সাইডে এই মাছটি ধরা পড়ে।
জেলে মোঃ জাফর বলেন, মাছটি আজ ভোর সকালে আমার জালে ধরা পড়ে। এত বড় আকারে মাছ এর আগে কখনও আমি ধরি নাই। এই মাছটি ধরতে পেরে আমি আল্লাহ রহমতে অনেক খুশি।
পরে মাছটি সকাল ৬টার দিকে দোহার উপজেলার মেঘুলা বাজারের ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন ওই জেলেরা। এ সময় বিশালাকৃতির বাঘাইড় মাছটি দেখতে ভিড় জমায় বাজারে আসা উৎসুক জনতা। সেখানে নিলামে মাছটির দাম উঠে ৩৮ হাজার টাকা।