সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে জাটকা ইলিশ বিক্রি করার সময় অভিযান চালিয়ে ৫৫ কেজি জাটকা ইলিশ জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) ছয়টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাটে পাইকারি আড়তে এই অভিযান পরিচালনা করেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমান সূত্রে জানাযায়, শনিবার ভোর ছয়টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাটে পাইকারি আড়তে জাটকা ইলিশ মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় পাইকারি আড়তে জাটকা ইলিশ মাছ বিক্রির সময় ৫৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব মাছ স্থানীয় তিনটি মাদ্রাসায় ও এতিমখানায় বিতরণ করা হয় এবং আটককৃত দুইজনকে জরিমানা করে ছেড়ে দেন বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ করা মাছ তিনটি এতিম খানায় বিতরণ করা হয়েছে। জাটকা ইলিশ বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাজারে ও আড়তে আমাদের নিয়মিত অভিযান চলবে।