নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলা সিএনজির চাপায় মোহাম্মদ আলী সেন্টু (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সেন্টু শোল্লা ইউনিয়নের চকুরিয়া গ্রামের কুতুব উদ্দিন চুন্নুর ছেলে। চন্দ্রখোলা বাজারে তাদের একটি সারের ব্যবসা রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দোকান থেকে মোটর সাইকেল নিয়ে পাতিলঝাপ বাজারের উদ্দেশ্যে বের হচ্ছিল। দোকানে সামনে দিয়ে বের হওয়ার সময় শোল্লার দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে দোকানের সামনের পাকায় ছিটকে পড়ে যায়। এ সময় সিএনজি উল্টে তার ওপরে পরলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ দূর্ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজিসহ চালককে আটক করে থানায় নিয়ে আসেন। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।