নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও অনুষ্ঠানটি উদ্বোধন করেন কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ এবং অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান খান।
এ সময় বিদ্যালয়ের সভাপতি শাহীন এম চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান। উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আশরাফুজ্জামান, আইনজীবী মোতাহার হোসেন ও আইনজীবী রবিন চৌধুরী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, সদস্য ইউসূফ হারুন টিপু, কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহআলম মাষ্টার, সাধারণ সম্পাদক আজহার আহমেদ বাবুল, স্থানীয় সমাজকর্মী আইনূল হক প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিজয়ী পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।