নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় জেলা তথ্য কর্মকর্তা কাজী গেলাম আহাদ।
এ সময় অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশগ্রহণকারীদের মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহীনা বেগম, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মনিরুজ্জামান তুহিন, সাংবাদিক বিপ্লব ঘোষসহ আরও অনেকে।