নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় সর্বস্তরের টিকা কার্যক্রম ইপিআই বৃদ্ধি করার লক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারী) দুপুরে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে বিভাগীয় জেলা তথ্য অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন গণ-যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবির।
এ সময় নবজাতকের সকল টিকা নিশ্চিতকরণে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে বিভাগীয় জেলা তথ্য কর্মকর্তা কাজী গেলাম আহাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ইব্রাহিম খলিল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. গোলাম মোস্তফা, সাংবাদিক সাহিদুল হক খান ডাবলুসহ ওরিয়েন্টেশনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ।