37.9 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

অসাংবিধানিক সরকার আর এদেশে আসবে না : সালমান এফ রহমান

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের নামে অসাংবিধানিক সরকার আর কখনোই এদেশে আসবে না। কাজেই বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে এ সরকারের অধীনে নির্বাচনে আসতে হবে। সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি দোহার-নবাবগঞ্জ (ডিএন) কলেজের একাদশ শ্রেণীর “নবীন বরণ ও বই তিবরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, চাইলেই আর আগের দিনে ফিরে যাওয়া সম্ভব নয়, তেমনি ঐ অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ফিরে যাওয়া আর কখনোই সম্ভব নয়। তাই নিজেদের অস্তিত্ব রক্ষাতে শেখ হাসিনার অধীনে আগামীর নির্বাচনে বিএনপিকে নির্বাচনে আসার আহব্বায়ন জানান এমপি। অন্যথায়, এদেশের জনগন বিএনপি বলে যে একটি রাজনীতিক দল ছিলো সেটাও ভুলে যাবে।

তিনি আরও বলেন, তত্ত¦াবধায়ক সরকারকে আদালতের আদেশে বাতিল করা হয়েছে। তাই শুধু শুধু বাতিল জিনিস নিয়ে সময় নষ্ট না করে, জনগনের মন জয় করে নির্বাচনে আসুন। পৃথিবীর অন্যান্য দেশে যে ভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন সে ভাবেই অনুষ্ঠিত হবে। নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

সরকারি দোহার-নবাবগঞ্জ (ডিএন) কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান এর সভাপতিত্বে এমপি সালমান এফ রহমান শিক্ষার্থীদের বিভিন্ন দাবির বিষয়ে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের কলেজে আসা-যাওয়ার জন্য তিনটি বাস গাড়ি দেওয়ার কথা বলেন এবং কলেজে ডিজিটাল ল্যাব স্থাপন ও কলেজে মাস্টার্স ভর্তি কার্যক্রম চালু হওয়ার বিষয়েও তিনি শিক্ষার্থীদের কথা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, বাংলাদেশ আওয়ামী’ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী’ মহিলা লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাভন্য ভ‚ইয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফ সিকদার, ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, মো. ইব্রাহীম খলীল, এমএ বারি মোল্লা, সরকারি দোহার-নবাবগঞ্জ (ডিএন) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল আলম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দিপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ আরও অনেকে।

পরে কলেজের মেধাবী ও অসহায় ২৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই উপহার দেন এমপি সালমান এফ রহমান।

বিকেল তিন টায় নবাবগঞ্জ উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে সালমান এফ রহমান নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবগঠিন কমিটিকে ফুল দিয়ে বরণ করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।

পরে বাদ আছর দোহারের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিষ্টার নাজমুল হুদার জানাজা নামাজে অংশ গ্রহণ করেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!