28 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

দোহারে শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট রমজান আলী শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।

এ সময় অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রকিব হাসান, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন আজাদ, কোঠাবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও ভেটারান্স স্কুলের সভাপতি মোঃ মহসিন উদ্দিন আহমেদ দিপু, শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ এর আহবায়ক হুমায়ূন কবির মোয়াজ্জেম, কুসুমহাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ূব আলী, বিদ্যালয়ের দাতা সদস্য লুৎফর রহমান মোল্লা, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ সেলিম বেপারী, আব্দুল আওয়াল আজাদ, বাদশা মন্ডল, আব্দুল রাজ্জাক, বিদ্যালয়ের ক্রো-আপ সদস্য রবিউল আউয়াল মোল্লা, সমাজ সেবক জহিরুল ইসলাম চঞ্চল, শিক্ষক প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, অজয় কুমার মন্ডল, শারমিন আফরোজ, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবকসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিজয়ী পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুজ্জামান।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!