নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় স্কুয়ার কোম্পানীর ভেটেনারী বিভাগের আয়োজনে দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন লেয়ার মুরগী খামারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে লটাখোলা নতুন বাজার সংলগ্ন এলাকায় কোয়ালীটি রেস্টুরেন্টে এন্ড কফি শপে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্কুয়ার কোম্পানীর ভেটেনারী সার্ভিস ডিপার্টমেন্টের ডাঃ সিরাজুল ইসলাম আশেক আমন্ত্রিত খামারীদের লেয়ার মুরগীর বিভিন্ন রোগ ও প্রতিরোধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুয়ার কোম্পানীর ভেটেনারী বিভাগের ফিল্ড ম্যানেজার মোঃ আরিফ হোসেন, সিনিয়র সেলস কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নাজমুস শাহাদাতসহ দোহার ও নবাবগঞ্জ থেকে আমন্ত্রিত বিভিন্ন লেয়ার মুরগীর খামারীবৃন্দ।