নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারী) সন্ধ্যায় শিলাকোঠা পাভেল মুন্সি ক্রিকেট গ্রাউন্ডে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন ও খেলার উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম।
শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) এর ফাইনাল খেলায় শিলাকোঠা রাইজিং স্টার বনাম শিলাকোঠা ইয়াং বয়েজকে ২০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের মাহিম ও টুর্নামেন্ট সেরা হন রানার্সআপ দলের শফিকুল ইসলাম।
কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, রাইপাড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদ চোকদার, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাসার চোকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সেলিম বেপারী, মো. মনির হোসেন ভূইয়া, মো. রানা ভূইয়া, এস. এম বিপ্লব।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগ কমিটির সভাপতি মোল্লা মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক দাউদ আহমেদ পাভেল, শিব্বির আহমেদ মল্লিক, এটিএম ফেরদৌস, জসিম বেপারী, আদনান দোহারী, আবু নাঈম দোহারী, ছাত্রলীগ নেতা জামিল মাহমুদ, মিজানুর রহমান সাদ্দাম, আব্দুর রহমান শান্তসহ আরও অনেকে।