23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

দোহারের চরকুশাই খান বাজারে ‘কেয়ার ফিড’ এর ডিলার পয়েন্ট উদ্ভোধন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সুজন খান :
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই খান বাজারে তামিম এগ্রো ইন্ডাজটিস এর পল্ট্রি ফিড, ফিস ফিড ও বিভিন্ন প্রকার গবাধিপশুর খাদ্য “কেয়ার ফিড” এর ‘মক্কা খাদ্য ঘর’ নামক একটি ডিলার পয়েন্ট উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে এ ডিলার পয়েন্ট উদ্ভোধন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম এগ্রো ইন্ডাজটিস এর এক্সোকিউটিভ ডিরেক্টর ডঃ কামরুল হাসান।

ডঃ কামরুল হাসান বলেন, তামিম এগ্রো ইন্ডাজটিস পল্ট্রি ফিড, ফিস ফিড ও বিভিন্ন প্রকার গবাধিপশুর খাদ্য “কেয়ার ফিড” উৎপাদনে মানব দেহে ক্ষতিকর কোন প্রকার এন্টিবায়োটিক বা অন্যান্য ক্ষতিকর কোন উপকরন ব্যবহার করা হয় না। তাই আমাদের এই ফিডগুলো মানব দেহের জন্য সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত।

তিনি আরও বলেন, আমরা সব সময় আমাদের খাদ্যের গুনগতমান সঠিক ভাবে নির্ণয় করে আমাদের খাদ্য তৈরি করে থাকি, যাতে করে কোন খামারী ভাই যেন লোকশানের মুখে না পড়ে। এ সময় তিনি সকলের কাছে সার্বিক ভাবে সহযোগিতা কামনা করেন।

এ সময় “মক্কা খাদ্য ঘর” নামক ডিলার পয়েন্ট উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তামিম এগ্রো ইন্ডাজটিস এর সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর মোঃ আরিফুর রহমান, নিউট্রিশনালিস্ট অং থোয়েন এ, ডিজিএম মোঃ সামসুল আলম সেলিম, ডিজিএম ডাঃ রওশন আলম, এক্সোকিউটিভ অফিসার মোঃ মারুফ হাসান, দোহার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শামীম হোসেন।

এছাড়াও “মক্কা খাদ্য ঘর” ডিলার পয়েন্টের সত্ত্বাধিকারী মোঃ কাঞ্চন হোসেন এর আয়োজনে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন খান, সমাজ সেবক সাদেক আলী মাদবর, মানবাধীকার কর্মী নাসির উদ্দিন পল্লব, মোঃ আলমাছ ভূইয়া, আকতার জমদ্দার, হাফেজ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, হাজী সাহাজাদা, সাইফুল আলম মিরাজ, মোঃ আলহাজ উদ্দিনসহ বিভিন্ন ভেটেনারী ঔষধ কোম্পানীর প্রতিনিধি, পল্ট্রি খামারী, মৎস্য খামারী, গবাধীপশু খামারী, এলাকার গণ্যমান্য মুরব্বী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!