নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিজের লেখা কবিতার বই উপহার দিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দোহার থানায় সাংবাদিকদের সাথে মত বিনিময় শেষে নিজের লেখা প্রথম কবিতার বই তোমায় দেব শিশির বিন্দুর নাকফুল’ নামক বইটি উপস্থিত সাংবাদিকদের হাতে উপহার হিসেবে তুলে দেন তিনি।
‘তোমায় দেব শিশির বিন্দুর নাকফুল’ দেশের বহুল পরিচিত প্রকাশনী ‘অন্যপ্রকাশ’ হতে বইটি প্রকাশিত হয়েছে। শহিদ সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বই মেলা-২০২৩ এর প্যাভিলিয়ন-৩১ এ বইটি পাওয়া যাচ্ছে। শুধু দেশ নয় দেশের বাইরেও ভারতের কলকাতায় ৪৬তম আন্তর্জাতিক বই মেলায় ‘অন্যপ্রকাশ’ স্টলে বইটি চলছে।
ওসি মোস্তফা কামালের বইটির একটি বিশেষত্ব রয়েছে। এই বই এর মধ্যে ৩৫ টি কবিতা রয়েছে। প্রতিটি কবিতাই আবার ইংরেজিতে ট্রান্সলেট করা রয়েছে। আর এই বিশেষত্বই বইটিকে অন্য সব কবিতার বই থেকে আলাদা করে রেখেছে। এতে করে অন্য ভাষার লোকজনের কাছে বইটি সহজলভ্য হয়েছে।
ওসি মোস্তফা কামাল ২০২০ সালের সেপ্টেম্বরের ১৭ তারিখে দোহার থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এখন পর্যন্ত সফলতার সাথে তার দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন। এর আগে তিনি পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
ওসি মোস্তফা কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের ছাত্র থাকার সময় থেকেই কবিতার সাথে তার সখ্যতা শুরু হয়। সেই থেকেই ধীরে ধীরে শুরু হয় কবিতার প্রেমে পড়া। জীবনের নানা প্রতিকূলতায় অপ্রকাশিত থেকে যায় মনের কথা। সেই কথাই আজ কবিতা হয়ে বইয়ের পাতায় চোখ বুলাচ্ছে এবং বইটি তিনি তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সাংবাদিক আনোয়ার পারভেজ, শাহাদাত হোসেন, মহিউল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম, আবুল হাশেম ফকির, সুজন হোসেন, মো. জোবায়ের আহমেদ, নাজনীন শিকদার, আল-আমীন হোসেন, দুলাল হোসেনসহ আরো অনেকে।