নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান এবং অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল লিটন ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের কো-অপ্ট সদস্য জুয়েল আহমেদ, জাকির হোসেন, দুর্জয় মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনসহ আরও অনেকে।