সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াসিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ইয়াসিন উপজেলার নারিশা পশ্চিমচর খালপাড় গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মো. ইয়াসিন মোটরসাইকেলযোগে উপজেলার জয়পাড়া থেকে নিজ বাড়ি ফেরার পথে নারিশা গাজী বাড়ির মোড়ে এলে ইয়াসিনের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি রিক্সার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ইয়াসিন মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার এসআই মো. জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।