সিনিয়র প্রতিবেদক :
ঢাকা দোহারের শিলাকোঠায় “ভেটারান্স স্কুলের” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত শিলাকোঠার পাভেল মুন্সি ক্রিকেট গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ সময় স্কুলের প্রধান শিক্ষক সাইফ আলী খান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. হুমায়ুন কবীর মোয়াজ্জেম।
অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য আবুল খায়ের রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মহসিন উদ্দিন আহমেদ দিপু।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. আরিফুর রহমান, আবু নাঈম দোহারী, প্লাবন পলাশ, শেখ মো. নাজমুল, রিপন তালুকদার, সাবেক ইউপি সদস্য শাওন ইসলাম বাদশাসহ আরও অনেকে।
এ সময় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।